WAZIPOINT Engineering Science & Technology: পৃথিবীতে উল্কার আঘাত

Monday, September 9, 2013

পৃথিবীতে উল্কার আঘাত






                                                  

 পৃথিবীতে উল্কার আঘাত :                                        

আপনি শুনে আস্বস্ত হবেন যে,  বিজ্ঞানীদের মতে পৃথিবীর মানুষকে কোন উল্কা পিণ্ডের আঘাত করার সম্ভাবনা প্রতি ৯,৩০০ বছরে একবার!
আকাশে জ্বলন্ত উল্কা

সম্প্রতিক কালের উল্কাঃ 

২০১৩ সালের ১৫- ফেব্রুয়ারি রাশিয়ার দক্ষিণাঞ্চলের উড়াল এলাকায় এক বৃহত্ উল্কা আঘাত করে যার গতি ছিল ঘণ্টায় ৬৬,৯৫০ কি.মিযা শব্দের গতির প্রায় ৬০ গুণ  উল্কাটি বিস্ফোরণের ক্ষমতা ছিল প্রায় ৪৪০,০০০ টন অব টি এন টিঅর্থাৎ জাপানের হিরোশিমার আণবিক বোমার ২০-৩০ গুণ বেশি  কিন্তু ভূমি থেকে প্রায় ৭৬,০০০ ফুট উপরে বিস্ফোরিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে মাটিতে পড়েফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম এতে প্রায় ১৫০০ লোক আহত হয় যার অধিকাংশই ঘর-বাড়ির জানাল-দরজার কাঁচ ভাঙ্গা জনিত কারণে         

পৃথিবীতে উল্কার আঘাত


লৌহ উল্কাঃ
লৌহ উল্কার প্রায় পুরাটাই মেটালের অধিকাংশইআয়রন-নিকেল দিয়ে তৈরি যার সাথে সামান্য সালফাইড কার্বাইড থাকে

পাথুরে-লৌহ উল্কাঃ 
পাথুরে লৌহ উল্কার অর্ধেকটা মেটাল অর্ধেকটা সিলিকেট ক্রিস্টাল দিয়ে তৈরি অর্থাৎ আয়রন নিকেল সিলিকেট মিনারেল থাকে  ধরনের উল্কা পিন্ড দেখতে খুব সুন্দরহয়

পাথুরে উল্কাঃ 
এগুলো সিলিকেট মিনারেল দিয়ে তৈরি যত উল্কাপৃথিবীতে পড়ে তার অধিকাংশই পাথুরে


No comments:

Post a Comment

WAZIPOINT:
Thank you very much to visit and valuable comments on this blog post. Keep in touch for next and new article. Share your friends and well-wisher, share your idea to worldwide.

You may like the following pages