Friday, September 6, 2013

প্রতিবন্ধী ও শিক্ষা অমনোযেগি শিশুদের জন্য পোষাপ্রাণি


কিছু প্রতিবন্ধী ও শিক্ষা অমনোযেগি শিশুদের সাথে মানুষের চেয়ে পোষাপ্রাণি অধিক কার্যকরী-ভাবে মিশতে পারে। 


প্রতিবন্ধী শিশুরা অনেক সময় আকার-ইঙ্গিতে যোগাযোগ করে থাকে ঠিক পশুরা যেভাবে করে, তাই তো একটি পোষা কুকুর বা বিড়াল বা অন্য কোন পোষাপ্রাণি তার প্রাথমিক শিক্ষায় অনেক সাহায্য করতে পারে:

পোষাপ্রাণি প্রতিবন্ধী শিশুকে ধর্য্য ও সহনশীলতার সহিত শিক্ষা প্রদানে সাহায্য করে এবং প্রতিবন্ধকতার চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য অধিক যোগ্য করে তুলে।

প্রতিবন্ধী শিশুরা পোষাপ্রাণির সাথে খেলাধুলা ও ব্যায়াম করে প্রতিবন্ধকতার কষ্টকে জয় করতে শিখে এবং সারাদিন উদ্দীপনার সাথে পার করে।



একজন প্রতিবন্ধী শিশু যখন ঘোড়ায় চড়ে তখন সে নিজেকে একজন সাধারণ শিশুর মতোই ভাবে, এতে তার মনোবল ও আত্ববিশ্বা অনেকগুণ বেড়ে যায়।





No comments:

Post a Comment

WAZIPOINT:
Thank you very much to visit and valuable comments on this blog post. Keep in touch for next and new article. Share your friends and well-wisher, share your idea to worldwide.